Friday, August 29, 2025
HomeScrollশিবরাত্রি করবেন? জেনে নিন কতক্ষণ থাকবে চতুর্দশী?

শিবরাত্রি করবেন? জেনে নিন কতক্ষণ থাকবে চতুর্দশী?

ওয়েব ডেস্ক: ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি (Maha Shivratri 2025)। হিন্দুধর্মের শ্রেষ্ঠ ব্রত। অনেকেই নিরম্বু উপবাস করে মহাশিবরাত্রি পালন করেন। এদিন মনোস্কামনা পূরণের জন্য চার প্রহর শিবের উপাসনা করেন। শাস্ত্র মতে, মহাদেব এবং পার্বতীর বিয়ের দিনই শিবরাত্রি। কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই ব্রত পালন করা হয়। চলতি বছর কবে শিবরাত্রি? ব্রতের নিয়ম কী? জেনে নিন খুঁটিনাটি।

পঞ্জিকা মতে, ২৬ ফেব্রুয়ারি, বুধবার সকাল ১১টা ১০ মিনিটে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শুরু। বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে তিথি শেষ। তবে গুপ্তপ্রেস পঞ্জিকা মতে এদিন সুফল পেতে বুধবার সকাল ৯টা ৪১ মিনিট ৮ সেকেন্ড থেকে শুরু করে ৮টা ২৯ মিনিট ৩১ সেকেন্ড পর্যন্ত শিবের মাথায় জল ঢালতে হবে পুণ্যার্থীকে।

আরও পড়ুন: আজ কেমন যাবে আপনার দিন, ভাগ্য কোন রাশির সহায় থাকবে

ব্রত পালনের জন্য কোন কোন নিয়ম মেনে চলবেন?

১. এদিন ভোরবেলা ঘুম থেকে উঠুন।
২. নির্জলা উপোস বাঞ্চনীয় নয়।
৩. গরম জলে তিল দিয়ে স্নান করুন।
৪. পুজোর শুরুতে শিবলিঙ্গকে মধু মেশানো দুধ দিয়ে স্নান করান।
৫. পুজোয় রাখুন বেলপাতা, আকন্দ ফুল, কুমকুম এবং চন্দন।
৬. সূর্য ডোবার পর কিছু না খাওয়াই ভালো।
৭. শিবরাত্রিতে রাতে না ঘুমোনোর চেষ্টা করু।
৮. তিথি শেষে দুধ, ফল খেয়ে উপোস ভাঙুন।

দেখুন আরও খবর:

 

 

Read More

Latest News